হযরত ঈসা (আঃ) সম্পর্কে আল্লাহ্‌র পাঁচটি অঙ্গীকার । কি কি জানেন ?

FB esha

☆☆ হযরত ঈসা (আঃ) সম্পর্কে আল্লাহ্‌র পাঁচটি অঙ্গীকার ☆☆

ইহুদীদের বিপক্ষে হযরত ঈসা (আঃ)-কে সাহায্যের ব্যাপারে আল্লাহ্‌র পাঁচটি অঙ্গীকার করেছিলেন এবং সবকটি তিনি পূর্ণ করেন।
(০১) হত্যার মাধ্যমে নয় বরং তাঁর দুনিয়াবী জীবন শেষের মাধ্যমে করা হবে।
(০২) তাঁকে ঊর্ধ্বেজগতে তুলে নেওয়া হবে।
(০৩) তাকে শ্ত্রুদের অপবাদ থেকে মুক্ত করে হবে।
(০৪) অবিশ্বাসীদের বিপক্ষে ঈসার অনুসারীদেরকে কিয়ামত অবধি বিজয়ী রাখা হবে এবং ।
(০৫) কিয়ামতের দিন সবকিছু চূড়ান্ত ফায়সালা করা হবে। (সূরাঃ- আলে ইমরান, আয়াতঃ- ৫৫)

回 টীকাঃ- ঈসা (আঃ)-এর প্রতিশ্রুতি শেষনবী “আহমাদ” বা মুহাম্মাদ (সাঃ) এর অনুসারী উম্মতে মুহাম্মাদীই হল ঈসা (আঃ)-এর প্রকৃত অনুসারী ও প্রকৃত উত্তরসুরী। নামধারী খৃস্টানরা নয় ।

回 বিঃদ্রঃআল্লাহ্‌ আমাদেরকে কাফেরদের সমস্ত রকম চক্রান্ত থেকে বাঁচান এ দোয়া হুজুর পাক (ﷺ) এর ওসিলা করে কবুল করুনঃ-

<====আমীন! ====আমীন!====আমীন!====আমীন!====আমীন!====>

Leave a comment